ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, আ'ঘাত হানবে যেখানে | Cyclone Dana | Weather Update |

 


জুমবাংলা ডেস্ক: বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দানা’য় পরিণত হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, বুধবার (২৩ অক্টোবর) সকালে নিম্নচাপটি ঘনীভূত হয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। 


ঘূর্ণিঝড়টি আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১২টা থেকে শুক্রবার (২৫ অক্টোবর) ভোর পর্যন্ত ওড়িশার ভিতারকণিকা জাতীয় উদ্যান এবং ধামরা বন্দরের মধ্যবর্তী অঞ্চলে ছয় ঘণ্টা ধরে তাণ্ডব চালাবে। এ সময় সর্বোচ্চ বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার এবং সমুদ্রে ৬ ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।

এর আগে, আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘দানা’ ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর ভোরের মধ্যে ভারতের ওড়িশার পুরী ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যবর্তী স্থানে আঘাত হানবে। দুই রাজ্যে ইতিমধ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।


ওড়িশা সরকার উপকূলীয় জেলাগুলোর স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। 

এদিকে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘দানা’ পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বাতাসে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

No comments

Powered by Blogger.