"ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের সন্ধান প্রদান করলে পুরস্কার দেওয়া হবে।"

 



স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সন্ধান দিলে পুরস্কৃত করা হবে।


গতকাল শনিবার (১৯ অক্টোবর) রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, সরকারের কাছে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য আছে কি না। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমাদের কাছে তাদের সম্পর্কে নির্দিষ্ট তথ্য নেই। তবে আপনারা যদি কোনো তথ্য দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পুরস্কৃত করা হবে।"

তিনি সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে এসব তথ্য বের করার আহ্বান জানান। উপদেষ্টা বলেন, "আপনারা তো অনুসন্ধানী সাংবাদিকতা করেন। যদি ওবায়দুল কাদের কোথায় আছেন, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেন, তাহলে আমি আপনাদের পুরস্কৃত করব।"


স্বরাষ্ট্র উপদেষ্টা আরও উল্লেখ করেন, "গত ৫ থেকে ৭ আগস্টের মধ্যে কোনো সরকার কার্যকর ছিল না, তখন বেশিরভাগ আওয়ামী লীগ নেতা দেশ ছেড়ে গেছেন।"

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং আগামী ১৮ নভেম্বরের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.