মেয়েদের শরীরের কোন অঙ্গটি প্রতি দুই মাস পরপর পরিবর্তিত হয়?

 



মেয়েদের শরীরে জরায়ুর (uterus) আস্তরণ, যা এন্ডোমেট্রিয়াম নামে পরিচিত, মাসিক চক্রের সময় পরিবর্তিত হয়। যদিও এটি প্রতি মাসে পরিবর্তিত হয়, কিছু ক্ষেত্রে ২ মাস বা অনিয়মিতভাবে এই পরিবর্তন হতে পারে। মাসিক চক্রের সময় জরায়ুর আস্তরণ মোটা হয় এবং তা পরবর্তীতে মাসিকের মাধ্যমে বেরিয়ে আসে।

No comments

Powered by Blogger.