মেয়েদের শরীরে জরায়ুর (uterus) আস্তরণ, যা এন্ডোমেট্রিয়াম নামে পরিচিত, মাসিক চক্রের সময় পরিবর্তিত হয়। যদিও এটি প্রতি মাসে পরিবর্তিত হয়, কিছু ক্ষেত্রে ২ মাস বা অনিয়মিতভাবে এই পরিবর্তন হতে পারে। মাসিক চক্রের সময় জরায়ুর আস্তরণ মোটা হয় এবং তা পরবর্তীতে মাসিকের মাধ্যমে বেরিয়ে আসে।
No comments