আপনার কাছে পুরানো 1 টাকার কয়েন থাকলে আপনি 9 কোটি টাকা পেতে পারেন
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পুরোনো এক টাকার কয়েনের বিনিময়ে ৯ কোটি টাকা পাওয়ার দাবিটি সঠিক নয়। আসলে, ভারতীয় গণমাধ্যমে প্রচারিত একটি তথ্য বাংলাদেশে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ১৯৮৫ সালের পূর্বের এক টাকার কয়েনের মূল্য ৯ কোটি টাকা বলে দাবি করা হলেও, এর ভিত্তি নেই।
মূলত, ২০২১ সালে ভারতে এক নিলামে ১৮৮৫ সালে ব্রিটিশ আমলে ছাপানো এক রূপির কয়েনের দর ওঠে ১০ কোটি রুপি, যা নিয়ে সে সময় ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন মুদ্রা সংগ্রহ ও ক্রয়-বিক্রয়ের প্রক্রিয়া সম্পর্কেও তথ্য দেয়। বাংলাদেশে বর্তমানে সোনালী রঙের এক টাকার মুদ্রা খুব একটা দেখা যায় না। এই সুযোগে ভারতীয় এক রূপির কয়েনের নিলাম সংক্রান্ত তথ্য ভুলভাবে উপস্থাপন করে ১৯৮৫ সালের পূর্বের এক টাকার মুদ্রার মূল্য ৯ কোটি টাকা বলে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, এই দাবি এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, এবং তখনও রিউমর স্ক্যানার টিম বিষয়টিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল।
No comments